¡Sorpréndeme!

Congress Candidate List | WB Assembly Election 2021: ২১-র নির্বাচনে পুরনোতেই আস্থা কংগ্রেসের

2021-03-26 6 Dailymotion

দলবদলের পালার মধ্যেও যারা কংগ্রেসের মাটি আঁকড়ে পড়ে রয়েছেন, তাদেরকেই এবার প্রার্থী তালিকায় প্রাধান্য দিয়েছে কংগ্রেস। সনিয়া গান্ধির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের শেষে অধীর চৌধুরি এবং আব্দুল মান্নান ৩৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে। ২০১৬-র নির্বাচনে জয়ী ১৯জনের ঠাঁই মিলেছে কংগ্রেসের প্রার্থীতালিকায়।  ৩৪ আসনের যে প্রার্থী তালিকা দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৯ জনই ২০১৬-র নির্বাচনে জয়ী হয়েছিলেন। কে কে রয়েছেন তালিকায়, দেখে নিন একনজরে।1